Pages

Tuesday, December 18, 2012

ইন্টারনেটহায়রে বিটিভি’র ওয়েবসাইট!

 

 

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ওয়েবসাইট www.btv.gov.bd অকার্যকর হয়ে গেছে বেশ কিছুদিন হলো। এই সাইটে ক্লিক করলে লেখা আসছে This Account Has Been Suspended. অথচ এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগই চোখে পড়েনি। আবার www.btv.gov.bd-সাইটের অবস্থান WHOIS সাইটের মাধ্যমে দখতে করতে গিয়ে বিস্ময়কর তথ্য পাওয়া গেছে। সেখানে লেখা আসছে Domain you requested does not exist. এর অর্থ হলো www.BTV.gov.bd নামে কোনো ডোমেইনই অ্যাকটিভ নেই! সাধারণত এর একটি কারণ হতে পারে, ডোমেইন নেম-এর কার্যকালের সমাপ্তি অথবা হোস্টিংয়ের মেয়াদ শেষ। তবে কারণ যাই হোক না কেন, এই দুটি কারণের যে কোনো একটি কারণে কোনো প্রাপ্তি স্থানের ওয়েবসাইট অকার্যকর হওয়া মোটেই গ্রহণযোগ্য নয়। আর বিটিভির মতো একটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মেয়াদ শেষ হয়ে গেছে, এতদিন হলেও বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসেনি তা কতটা দুঃখজনক বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, ডট ইউ ডোমেইনের জন্য WHOIS তথ্য দেখতে হয় BTCL-Gi WHOIS ডাটাবেস থেকে। ঠিকানা : http://whois.btcl.net.bd

 

online earning       http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment