জার্মানিতে ছদ্মনামে ফেসবুক অ্যাকাউন্ট খোলার নির্দেশ
ছদ্মনাম
 ব্যবহার করে ফেসবুক বা টুইটারের মতো সাইটগুলোতে অনেকেই অপকর্ম করে 
থাকেন। আর তাই ফেসবুক সাম্প্রতিক নিবন্ধনের জন্য প্রকৃত পরিচয় ব্যবহার করার
 একটি নীতিমালা প্রণয়ন করে। তবে এই নীতিমালাকে জার্মান আইনের সাথে 
সাংঘর্ষিক বলেই জানিয়েছে জার্মানির একটি ডাটা প্রটেকশন সংস্থা। তারা 
ফেসবুককে তাদের সাইটে নিবন্ধনের সময় মূল নাম ব্যবহারের যে নীতিমালা রয়েছে, 
তা পরিবর্তন করার আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, তারা জার্মানির জনগণকে 
ফেসবুক অ্যাকাউন্ট খুলতে অবিলম্বে ছদ্মনাম ব্যবহারের নির্দেশ দিয়ে একটি 
ডিক্রিও জারি করেছে। জার্মান এই ডিক্রিকে কঠোরভাবে মোকাবেলা করবে বলেই 
জানিয়েছে ফেসবুক। ছদ্মনাম ব্যবহার বিষয়ে তাদের নীতিমালা ইউরোপিয়ান তথ্য 
অধিকার আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে এটি বহাল রাখার জন্য তারা চেষ্টা 
করবে বলেই জানিয়েছে। এ বিষয়ে জার্মানির তথ্য অধিকার বিষয়ক সংস্থার প্রধান 
থিলো ওয়েইশার্ট বলেন, 'জার্মানির আইন তার জনগণকে অনলাইনে ছদ্মনাম 
ব্যবহারের অধিকার প্রদান করে যা ফেসবুকের নীতিমালা ভঙ্গ করছে। ফেসবুকের 
মতো যুক্তরাষ্ট্রের একটি পোর্টাল জার্মানির তথ্য অধিকার আইনের পরিপন্থী 
হয়ে থাকবে, এটা মেনে নেওয়া যায় না।' এদিকে ফেসবুক এই দাবীকে ভিত্তিহীন বলে 
অভিহিত করেছে।
( লেখাটি পড়া হয়েছে ৩০৩ বার )
http://allearninginformationbd.blogspot.com/ 
No comments:
Post a Comment