৬ লাখ ডলারে বিক্রি হলো অ্যাপল ওয়ান
তথ্যসূত্র : গার্ডিয়ান অনলাইন
অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি
অ্যাপল ওয়ান কম্পিউটারটি ইন্টারনেটে নিলামের মাধ্যমে ছয় লাখ ৩০ হাজার
ডলারে কিনেছেন এক ব্যক্তি। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান
অ্যাপলের শুরুর দিকে তৈরি অ্যাপল ওয়ান নামে প্রায় ২০০টি কম্পিউটার তৈরি
করেছিলেন স্টিভ ওজনিয়াক। ১৯৭৬ সালে অ্যাপল ওয়ান বাজারে ছাড়া হয়। সে
সময় এটির দাম ছিল ৬৬৬ ডলার ৬৬ সেন্ট। মূল্যস্ফীতির বিবেচনায় বর্তমানে এর
দাম দাঁড়ায় দুই হাজার ৭০০ ডলার। সে সময়ের কম্পিউটার বর্তমানের তুলনায়
পুরোপুরি ভিন্ন ছিল। বিক্রি হওয়া পিসিতে বিভিন্ন যন্ত্রাংশের পাশাপাশি
রয়েছে একটি নির্দেশিকা। এতে স্টিভ ওজনিয়াকের স্বার রয়েছে। অনেক বছর আগে
পিসিটি তৈরি করা হয়েছিল। তবে এটি এখনো পুরোপুরি সচল রয়েছে বলে জানিয়েছে
নিলাম কর্তৃপ। তারপরও পিসিটি এত বেশি দামে বিক্রি হওয়ায় বিস্মিত হয়েছেন
অনেকেই। অ্যাপল ওয়ান কম্পিউটার আগেও বেশ কয়েকটি বিক্রি হয়েছিল। বর্তমানে
অ্যাপলের মাত্র ছয়টি অ্যাপল ওয়ান কম্পিউটার সচল রয়েছে। এর আগে একই
ধরনের একটি পিসি গত বছর নিউইয়র্কে সর্বোচ্চ তিন লাখ ৭৪ হাজার ডলারে বিক্রি
হয়েছিল।http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment