Pages

Wednesday, December 19, 2012

ফ্রিল্যান্সিংয়ের ওপর কর্মশালা

তারিখ: ১৩ ডিসেম্বর, ২০১২
আগামী ১৪ ডিসেম্বর ‘ফ্রিল্যান্সিং’-এর ওপর কর্মশালা শুরু হবে। সেরা মানের ল্যাব ফ্যাসিলিটিসহ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করবে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোবিডি। কর্মশালায় ফ্রিল্যান্সিং কী, এখানে কী কী ধরনের কাজ রয়েছে, কী ধরনের কাজ বেশি পাওয়া যায় ইত্যাদির ওপর ধারণা দেয়া হয়, যাতে করে উপযুক্ত একটি কাজ নির্ধারণ করা যায়। এই কর্মশালায়- ফ্রিল্যান্সিং করার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়, সঠিকভাবে বিড করার কৌশল, কাজ পাওয়ার পর কী করতে হবে, হাতে কলমে odesk.com I freelancer.com-এর বিভিন্ন অংশের পরিচিতি ও ব্যবহার, অর্জিত টাকা দেশে আনার উপায়, কেস স্টাডি ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা করা হবে। রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা।  বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ০১৭৫০০০০৩২৮, ৯১২৬৩৮৫ এবং ভিজিট করুন www.technobdtraining.com

http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment