সংবাদ : মাইক্রোসফট প্রযুক্তি রোড শো সম্পন্ন
বিশ্বের অন্যতম শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট বাংলাদেশে
প্রযুক্তি রোড শো ২০১২ পালন করেছে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে
মাইক্রোসফট তাদের গ্রাহক ও অংশীদারদের নিয়ে দিনটি উদযাপন করে। ওই অনুষ্ঠানে
মাইক্রোসফটের অতি সম্প্রতি অবমুক্ত হওয়া উইন্ডোজ ৮, উইন্ডোজ সার্ভার ২০১২,
এসকিউএল সার্ভার ২০১২, সিস্টেম সেন্টার ২০১৩সহ অন্যান্য ব্যবহারিক
কর্মদক্ষতা বৃদ্ধির সহায়ক সফটওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে
আরও প্রদর্শন করা হয় কীভাবে নতুন উদ্ভাবিত মাইক্রোসফটের প্রযুক্তির মাধ্যমে
তথ্য কেন্দ্রের বণ্টন ও ব্যবস্থাপনার কাজে যুক্ত করা যায়। অনুষ্ঠানে
বক্তারা এর বিভিন্ন কারিগরি দিক উপস্থাপন করেন।
এ প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার (সিওও) পুবুদু বসনায়েক বলেছেন, বৃহত্তর জনগণের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান প্রচার করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাইক্রোসফট প্রযুক্তি রোড শো ২০১২। মাইক্রোসফট সব সময় তার গ্রাহক ও অংশীদারদের প্রয়োজন মেটানোর বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছে। এসকিউএল ২০১২ এরই মধ্যে তথ্য ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য এযাবত্কালের সেরা ‘টোটাল কস্ট অব ওনারশিপ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এসকিউএল সার্ভার ২০১২-এর মাধ্যমে গ্রাহকরা ‘ক্লাউড’ ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত হতে পারবেন। অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন এ প্রযুক্তি ব্যক্তিগত ও সাধারণ সব পর্যায়েই সহায়ক হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্রোসফটের এনাটরপ্রাইজ টেকনোলজি স্ট্র্যাটেজিস্ট হি বিন, এন্টারপ্রাইজ টেকনোলজি স্ট্র্যাটেজিস্ট জ্ঞায়ান পেইরিস, টেকনোলজি স্পেশালিস্ট ফর ডাটা সেন্টার কেনিথ এনজি, ডেল এন্টারপ্রাইজ বিজনেস ডেভেলপম্যান্ট ম্যানেজার পিটার লাই ও বাংলাদেশ মাইক্রোসফট লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।
এ প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার (সিওও) পুবুদু বসনায়েক বলেছেন, বৃহত্তর জনগণের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান প্রচার করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাইক্রোসফট প্রযুক্তি রোড শো ২০১২। মাইক্রোসফট সব সময় তার গ্রাহক ও অংশীদারদের প্রয়োজন মেটানোর বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছে। এসকিউএল ২০১২ এরই মধ্যে তথ্য ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য এযাবত্কালের সেরা ‘টোটাল কস্ট অব ওনারশিপ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এসকিউএল সার্ভার ২০১২-এর মাধ্যমে গ্রাহকরা ‘ক্লাউড’ ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত হতে পারবেন। অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন এ প্রযুক্তি ব্যক্তিগত ও সাধারণ সব পর্যায়েই সহায়ক হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্রোসফটের এনাটরপ্রাইজ টেকনোলজি স্ট্র্যাটেজিস্ট হি বিন, এন্টারপ্রাইজ টেকনোলজি স্ট্র্যাটেজিস্ট জ্ঞায়ান পেইরিস, টেকনোলজি স্পেশালিস্ট ফর ডাটা সেন্টার কেনিথ এনজি, ডেল এন্টারপ্রাইজ বিজনেস ডেভেলপম্যান্ট ম্যানেজার পিটার লাই ও বাংলাদেশ মাইক্রোসফট লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment