ফ্রিল্যান্সিং ধারাবাহিক : অনলাইনে আয়ের ১০০ উপায়
পর্ব (২০)
হতে পারেন রেফারার আদান-প্রদানকারী
অনেক স্বাধীন প্রোগ্রামার আছেন যারা ক্লায়েন্ট থেকে প্রচুর কাজ পেয়ে থাকেন।
এ কাজগুলো শেষ করা পর্যন্ত তারা অন্য কোনো নতুন প্রজেক্ট শুরু করতে পারেন
না। তাই এ অবস্থায় তারা যদি তাদের ওই কাজের ওপর দক্ষ কোনো লোক পান, তাদের
দ্বারা কাজগুলো করিয়ে নেন, ফলে তারা আরও নতুন কাজে হাত দিতে পারেন।
যদি আপনার এমন কাজের দক্ষতা থাকে তাহলে কাজ আদান-প্রদানে সাহায্য করে কিছু
আয় করতে পারেন। এজন্য প্রয়োজন শুধু কাজগুলো ভালোভাবে সম্পন্ন করার ক্ষমতা।
আপনি যদি এমন কাজ করতে আগ্রহী থাকেন, তাহলে এরকম কাজ আদান-প্রদানকারীদের
সঙ্গে ভালো যোগাযোগ গড়ে তুলুন ও এ সংক্রান্ত সব নিয়ম-কানুন জেনে রাখুন, যা
আপনাকে আরও দক্ষ করবে।
এক্ষেত্রে যে কাজগুলো আপনি নিজে সম্পন্ন করছেন তা সম্পন্ন করার পর বাড়তি
কাজ থাকলে নির্দিষ্ট ফি’র বিনিময়ে কাজগুলো অন্যত্র করিয়ে নিতে পারেন।
অর্থাত্ একপক্ষ থেকে কাজ গ্রহণ করবেন, গৃহীত কাজগুলো আপনি নিজে সম্পন্ন
করবেন বা অন্য কাউকে দিয়ে করাবেন। কাজ করানোর জন্য যদি কিছু কর্মী থাকে
তাহলে অয়ের পরিমাণ হু হু করে বেড়ে যাবে। কেননা কর্মী বেশি হওয়া মানে কাজ
বেশি করা, কাজ বেশি করা মানে আয়ও বেশি হওয়া।
রেফারার আদান-প্রদানকারীদের জন্য কিছু টিপস
—রেফারার ফোরামগুলোয় নিবন্ধন করুন ও আপনার এক্টিভিটিজ বাড়ান। এতে নানা খোঁজ-খবর পাবেন।
—দক্ষ কর্মী খুঁজে বের করুন যারা এমন কাজ করতে চান। প্রয়োজনে কর্মীদের দক্ষ করে তুলুন।
—মুক্ত পেশাজীবী অর্থাত্ যারা ফ্রিল্যান্সিং-এ জড়িত তাদের সঙ্গেও যোগাযোগ রাখুন।
—আপনার আয় ঠিক রেখে কাজ আদান-প্রদানের সময় আর্থিক লেনদেন কীভাবে করবেন তা নির্ধারণ করে নেবেন।
তবে কেমন আয় করবেন তা একেবারেই নির্ভর করে আপনি কেমন রেটে কাজ করছেন এবং কি
পরিমাণ কাজ করছেন। কাজের পরিমাণ যত বেশি হবে আয়ও তত বেশি হবে।
আমাদের ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/OnineIncome
গ্রন্থনা : মো. ইকরাম
online earning সম্পরকে জানতে
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment