আইফোন কিনতে চীনা নারীর আলিঙ্গন বিক্রি!
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১২
মানবজমিন ডেস্ক: কিডনি বিক্রি করে আইফোন
কেনার কথা এর আগে শোনা গেছে। কিন্তু আইফোন কিনতে আলিঙ্গন বিক্রির ঘটনা বোধ
হয় এবারই প্রথম। অভিনব এ কৌশলটি বেছে নিয়েছেন চীনের জিয়ামেন অঞ্চলের এক
নারী। তার নাম প্রকাশ করা হয়নি। গত সোমবারের ঘটনা। অ্যাপলের আইফোন ৫ কিনতে
তিনি সড়কের পাশে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। তাতে লেখা ছিল,
আইফোন ৫ কেনার জন্য টাকা সংগ্রহ করতে একটি আলিঙ্গনের জন্য ১০ ইউয়ান।
কৌতুহলী পথচারীরা ওই নারীর দিকে বারবার তাকাচ্ছিলেন। সড়কের পাশে দাঁড়ানোর
১০ মিনিটের মাথায় ৩ পুরুষ তাকে আলিঙ্গন করেন। একজন কিছুটা লজ্জাই
পাচ্ছিলেন। আলিঙ্গনের পরিবর্তে তিনি ওই নারীর সঙ্গে ছবি তোলেন ও টাকা দেন। এ
ঘটনা ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে বেশ মুখরোচক ঘটনায় পরিণত হয়।
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment