যশোর পৌর ভবন এলাকায় ওয়াইফাই
যশোর পৌরসভা ভবন এলাকায় তারহীন ওয়াইফাইপ্রযুক্তির ইন্টারনেট সেবা চালু করা
হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভার মেয়র মারুফুল ইসলাম ল্যাপটপ কম্পিউটারের
মাধ্যমে এ সংযোগের উদ্বোধন করেন। এ সময় পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
মেয়র মারুফুল ইসলাম বলেন, পৌর ভবনের আধা বর্গকিলোমিটারের মধ্যে মানুষ বিনা
মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। সে ক্ষেত্রে শহরের সরকারি মাইকেল
মধুসূদন (এমএম) কলেজ, জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, মুসলিম একাডেমি,
কালেক্টরেট স্কুল, যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন
স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং জজকোর্ট (নিম্ন আদালত),
প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনার লোকজন এ সুবিধা ভোগ করতে পারবেন। —যশোর
অফিস
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment