Pages

Wednesday, December 19, 2012

ম্যাপে ইউটার্ন নিলো অ্যাপল

মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস-এর নতুন ভার্সন বেশ কিছুদিন গুগল ম্যাপবিহীন ছিলো। তবে অ্যাপলের অপারেটিং সিস্টেমের সঙ্গে দেয়া ম্যাপটির কারণে ব্যবহারকারীদের বিভিন্ন বিপত্তির সম্মুখীন হবার পর গুগল ম্যাপে ফেরত যাবার ঘোষণা দিয়েছে অ্যাপল। খবর ইয়াহু নিউজ-এর।

বেশ কিছুদিন ধরেই নিজস্ব ম্যাপিং অ্যাপ্লিকেশন নিয়ে বিব্রতকর পরিস্থিতির মাঝে ছিলো অ্যাপল। বুধবার অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেমে গুগল ম্যাপ ব্যবহার করার ঘোষণা দেয়ায় ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

প্রযুক্তিবিদ ওয়াল্ট মসবার্গের ব্লগ ‘অলথিংস ডি’-এর বরাত দিয়ে ইয়াহু নিউজ জানায়, শীঘ্রই অ্যাপলের অপারেটিং সিস্টেমে গুগলের ম্যাপের অ্যাপলিকেশনটি ডাউনলোড করা যাবে। এ ঘোষণার কিছুক্ষণ পর থেকে অ্যাপলের অপারেটিং সিস্টেমের মাধ্যমে গুগল ম্যাপ ডাউনলোড শুরু হয়। কিছু ব্যবহারকারী এতে সমস্যার কথা জানালেও তা শীঘ্রই ঠিক করা হবে বলে জানিয়েছে অ্যাপল।
http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment