Pages

Thursday, December 20, 2012

গুগল ডুডলে গ্রিম ভাইদের রূপকথার ২ শতাব্দী


গুগল ডুডলে গ্রিম ভাইদের রূপকথার ২ শতাব্দী

শিশুদের জগৎ বড়দের চেয়ে শুধু আলাদাই নয়, অনেক অনেক রঙিন আর প্রাণবন্তও বটে। বিশ্বের অনেক শিশুসাহিত্যিক তাঁদের লেখায় এই রংদার জগত্টাকে ফুটিয়ে তুলেছেন আরও আকর্ষণীয় করে। মজার মজার গল্প, ছড়া, রূপকথা দিয়ে তারা তৈরি করেছেন অন্যরকম এক ভুবন। গুগলের হোমপেজে আজ এরকম সুন্দর একটি রংদার ডুডল শোভা পাচ্ছে। গ্রিম উপকথার ২০০ বছর পূর্তি উপলক্ষে এ ডুডল তৈরি করেছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
উনিশ শতকের জার্মান শিশুসাহিত্য ‘চিলড্রেনস অ্যান্ড হাউসহোল্ড টেলস’ই গ্রিম ভাইদের উপকথা হিসেবে জনপ্রিয়তা পেয়েছিল। এ উপকথা সংগ্রহ করেছিলেন গ্রিম ব্রাদার্স বা গ্রিম ভাইয়েরা। তাঁরা ছিলেন জার্মান অধিবাসী।
জ্যাকব লুডউইগ কার্ল গ্রিম এবং উইহেম কার্ল গ্রিম ছিলেন দুই ভাই। তাঁদের দুজনকে একত্রে বলা হয় গ্রিম ব্রাদার্স। এই দুই ভাই একত্রে জার্মানির প্রত্যন্ত অঞ্চল থেকে লোককথা বা উপকথা বা মানুষের মুখে মুখে যেসব গল্প প্রচলিত ছিল সেগুলো সংগ্রহ করেন। তারপর সে গল্পগুলোকে গ্রিম’স ফেয়ারি টেলস নামে ১৮৫৭ সালে প্রকাশ করেন। তাঁদের এসব সংগ্রহের মধ্যে রয়েছে ‘স্নো হোয়াইট’, ‘হ্যানসেল অ্যান্ড গ্রেটেল’,‘রুপানজেল’ উল্লেখযোগ্য। বিশ্বে জুড়েই তাদের সংগৃহীত এসব রূপকথা আজো সমান জনপ্রিয়।
http://allearninginformationbd.blogspot.com/

 

No comments:

Post a Comment