Pages

Thursday, December 20, 2012

অ্যান্ড্রয়েডে কম্পিউটারের ভাইরাস!

অ্যান্ড্রয়েডে কম্পিউটারের ভাইরাস!

অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনগুলোতে ছড়িয়ে পড়ছে কম্পিউটারের জন্য তৈরি বিভিন্ন ভাইরাস। সাইবার অপরাধীরা অ্যান্ড্রয়েডের জনপ্রিয় বিনা মূল্যের গেমগুলোর মাধ্যমে বিভিন্ন কম্পিউটার স্প্যাম ছড়াচ্ছে। মুঠোফোন নেটওয়ার্ক নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডমার্ক ও লুক আউট সম্প্রতি এক গবেষণায় এ তথ্য পেয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের গেমের সঙ্গে স্প্যাম ছড়ানোর সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে তা কন্টাক্ট লিস্টে থাকা অন্যান্য মুঠোফোন নম্বরেও ছড়াতে থাকে।
জানা গেছে, অ্যান্ড্রয়েডের জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডস স্পেস, নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেডের মতো জনপ্রিয় গেমগুলো স্প্যাম ছড়ানোর কাজে ব্যবহূত হচ্ছে।
ক্লাউডমার্কের গবেষকেরা জানিয়েছেন, স্প্যাম ছড়ানোর প্রাথমিক অবস্থায় ভাইরাস আক্রান্ত মুঠোফোন থেকে কন্টাক্ট তালিকায় থাকা মুঠোফোন নম্বরে বিনা মূল্যের অ্যান্ড্রয়েড গেম খেলার বার্তা পৌঁছায় এবং বিভিন্ন উপহার জেতার প্রলোভন দেখায়।
http://allearninginformationbd.blogspot.com/

 

No comments:

Post a Comment