সংবাদ
শুরু হচ্ছে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড
বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন
কেন্দ্রে হালনাগাদ আইসিটি পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিসিএস
আইসিটিওয়ার্ল্ড ২০১২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ থেকে ২৯ ডিসেম্বর
‘তথ্যপ্রযুক্তি হোক শিক্ষার বাহন’ বার্তায় আয়োজিত এ প্রদর্শনীতে
তথ্যপ্রযুক্তির ৫২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে থাকছে ৯০টি
স্টল এবং ১৫টি প্যাভিলিয়ন। ২৫ ডিসেম্বর সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল
আবদুল মুহিত প্রধান অতিথি হয়ে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করবেন।
এতে বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক
মোহাম্মদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ওই দিনই দুপুর ১২টা থেকে
প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এরপর ২৬ ডিসেম্বর থেকে ২৯
ডিসেম্বর পর্যন্ত তা নিয়মিত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এ
আয়োজনে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন
কাউন্সিল। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে
অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এতে সমিতির সভাপতি
ফয়েজউল্যাহ খান, সমিতির মহাসচিব ও প্রদর্শনীর আহ্বায়ক শাহিদ-উল মুনীর লিখিত
বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি মঈনুল ইসলাম, পরিচালক
মোস্তাফা জব্বার ও এটি শফিক উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বিস্তারিত :
www.bcsictworld.com.bd
অনুষ্ঠিত হলো স্যামসাং করপোরেট নাইট
প্রযুক্তি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো
‘স্যামসাং করপোরেট নাইট’। গত বৃহস্পতিবার ঢাকার রূপসি বাংলা হোটেলে জমকালো
আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে করপোরেট পর্যায়ে
স্যামসাংয়ের প্রযুক্তিপণ্য ব্যবহারকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি
প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার সংওয়া সং। তিনি
বলেন, ‘স্যামসাং ক্রেতাদের জন্য নিত্যনতুন প্রযুক্তি বাজারে আনার পাশাপাশি
সর্বোচ্চ গ্রাহকসেবাও নিশ্চিত করছে শুরু থেকেই—এরই ধারাবাহিকতায় প্রতিনিয়ত
প্রযুক্তিপণ্য ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক পণ্য বাজারে আনছে স্যামসাং।’
অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ম্যানেজার মোহাম্মদ বিন কাইয়ুম
স্যামসাংয়ের বিভিন্ন প্রযুক্তিপণ্যের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.
জহিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম
খান। অনুষ্ঠানের শুরুতে জুয়েল আইচের জাদু সবাইকে মুগ্ধ করে। শেষে ছিল
সঙ্গীত পরিবেশন।
সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
সিটি ফাউন্ডেশনের অর্থায়নে এবং ডি নেট ও সিটিব্যাংক, এনএ, বাংলাদেশের
ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো আয়োজিত ‘সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস
কম্পিটিশনের বিজয়ীদের জন্য সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা
হয়। এর মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
আর্থিক খাতের জন্য সফটওয়্যারভিত্তিক বাস্তবমুখী সমাধান তৈরিতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিবিদ ড. জামিলুর রেজা চৌধুরী প্রধান অতিথি ও
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ইনস্টিটিউট অব আইটি
অ্যান্ড ইনফরমেশন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এর দল
আইআইটি-জেইউ-থাস্ট্রি ক্রো বিজয়ী দল হিসেবে জিতে নিয়েছে ৩ হাজার মার্কিন
ডলারের সমপরিমাণ টাকা। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
(বুযেট) দল বুয়েট-বিআরবি প্রথম রানারআপ হিসেবে জিতে নিয়েছে ২ হাজার মার্কিন
ডলারের সমপরিমাণ টাকা এবং দ্বিতীয় রানারআপ হিসেবে বাংলাদেশ প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুযেট) দল বুয়েট-বুয়েটিক জিতে নিয়েছে ১ হাজার
মার্কিন ডলারের সমপরিমাণ টাকা। ডিনেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান
বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমাদের প্রতিযোগিতাটিকে জনপ্রিয়
করতে পেরে আমরা গর্বিত।
ক্ল্যাসিফাইড অ্যাডের জন্য বেশি ব্যবহৃত হচ্ছে বিক্রয় ডট কম
বিক্রয় ডট কম গত ছয় মাসে ১০০,০০০টিরও বেশি অ্যাড পেয়েছে, যার ফলে এটি
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ক্ল্যাসিফাইড অ্যাডভারটাইজমেন্ট
সাইট হিসেবে মর্যাদা পেয়েছে। মোট ভিজিটের আধারে অ্যালেক্সা ডট কম-এর জরিপ
অনুযায়ী বিক্রয় ডট কম এখন বাংলাদেশ থেকে ব্যবহৃত প্রথম ১০টি স্থানীয় সাইটের
একটি এবং বিশ্বব্যাপী সাইটগুলোর মধ্যে ২৮তম। ছয় মাস আগে বিক্রয় ডট কম
কার্যক্রম শুরু করেছিল অনলাইনে ক্রেতা এবং বিক্রেতাদের যোগাযোগ স্থাপনের
একটি বিশ্বস্ত মাধ্যম সৃষ্টি করার উদ্দেশে। এই ওয়েবসাইটটি দেশের প্রায় ৮০
লাখ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সহজ ও নিরাপদ ক্রয়-বিক্রয় নিশ্চিত করছে।
বিক্রয় ডট কম একটি ক্ল্যাসিফাইড ওয়েবসাইট, যেখানে সেকেন্ড হ্যান্ড পণ্য
ক্রয়-বিক্রয়ে সহায়তা করা হয়। এখানে অ্যাড দেয়ার কোনো খরচ নেই। ইন্টারনেট
ব্যবহার করে যে কেউ এই ওয়েবসাইটটির সুবিধা গ্রহণ করতে পারবেন। ইন্টারনেটে
অ্যাডভারটাইজমেন্টের মধ্যে বিনামূল্যে প্রদত্ত ক্ল্যাসিফাইড অ্যাডের
প্রায়োগিক ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। এখানে উদ্যোক্তারাও বিনামূল্যে তাদের
ব্যবসায়ের প্রচার করতে পারবেন।
বিক্রয় ডট কমের সিইও নিলস হামার বলেন, ‘বিক্রয় ডট কম ব্যবহারে সহজ এবং
দ্রুত। যে কোনো কিছু ক্রয় বা বিক্রয়ের জন্য এটি একটি মুক্তবাজার। এখানে
এসএমই উদ্যোক্তারাও তাদের প্রচার করতে পারবেন।’ তিনি আরও বলেন, এই
ওয়েবসাইটটির কারণে বাংলাদেশে আরও অনেক মানুষের কাছে ইন্টারনেটের ব্যবহার
পৌঁছে যেতে পারে এবং এটি বাংলাদেশের সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, এদেশে বিক্রয় ডট কমের কার্যক্রম শুরু করার পেছনে প্রধান
কারণ হচ্ছে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। বিস্তারিত অনুসন্ধানের জন্য
: http://bikroy.com/ Ges http://www.facebook.com/bikroy.com
ওয়েব ডিজাইন ও আউটসোর্সিংয়ের ওপর কর্মশালা
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি লি.-এর উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর
২০১২ অনুষ্ঠিত হচ্ছে ওয়েব ডিজাইনের ওপর বিশেষ কর্মশালা। এতে এইচটিএমএল,
সিএসএস, ওয়ার্ডপ্রেস, সি-প্যানেল এই চারটি বিষয় বিস্তারিতভাবে হাতে-কলমে
শেখানো হবে। একই সঙ্গে আগামী ২৮ ডিসেম্বর ২০১২ শুরু হচ্ছে আউটসোর্সিংয়ের
ওপর দিনব্যাপী কর্মশালা। এতে শুধু পলিটেকনিক ইনস্টিটিউট, বিভিন্ন কলেজ,
ইউনিভার্সিটির শিক্ষক ও অন্য কর্মচারীরা অংশ নিতে পারবে। আউটসোর্সিংয়ের ওপর
এই কর্মশালায় রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠানের প্রধানের অনুমতিপত্রসহ
যোগাযোগ করতে হবে। যোগাযোগ : ০১৬১৪১৩৪৪২৪
online earning
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment