Pages

Wednesday, December 19, 2012



চাঁদের টিকিট বিক্রি হচ্ছে!

চাঁদে যারা যেতে চান তাদের জন্য সুখবর। মার্কিন মহাশূন্য গবেষণা সংস্থা-নাসার সাবেক কর্মীদের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে দু’জনকে চাঁদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। দু’দিনের এ ভ্রমণে ভ্রমণকারীদের খরচ করতে হবে ১৫০ কোটি মার্কিন ডলার। খবর ইয়াহু নিউজের।
নাসার সাবেক কর্মীদের প্রতিষ্ঠিত গোল্ডেন স্পাইক কো. বৃহস্পতিবার জানিয়েছে, ধনী ব্যক্তি বা দেশের যে কেউ এ সুযোগ নিতে পারবে। জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণার কাজে অথবা অনুসন্ধিৎসু যে কেউ এ ভ্রমণের সুযোগ পাবেন। যদি কেউ উল্লি¬খিত পরিমাণ অর্থ ব্যয় করতে সম্মত থাকেন তাকে নিয়েই চাঁদ থেকে ঘুরে আসবে নাসার বিজ্ঞানীরা।
নাসার বিজ্ঞানীদের প্রচেষ্টাতেই প্রথম চাঁদে অবতরণ করে মানুষ। নাসা জানিয়েছে, অ্যাপোলোর শেষ মিশনের ৪০ বছরপূর্তি হয়েছে গত ৭ ডিসেম্বর। এখন পর্যন্ত একমাত্র নাসা থেকেই চাঁদের বুকে মানুষ ভ্রমণ করেছে।
http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment