ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন আনছে ইয়োটা
মডেম ও রাউটার নির্মাতা রাশিয়ান কোম্পানি ইয়োটা প্রথমবারের মতো স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। চতুর্থ প্রজন্মের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে একসঙ্গে দু’টি স্ক্রিন সচল থাকবে। খবর বিবিসির।ডিভাইসটিতে ১.৫ কোয়ালকম গিগাহার্টজ ডুয়াল কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হচ্ছে। স্মার্টফোনে স্বাচ্ছন্দ্যে বই পড়ার জন্য ই-ইঙ্ক প্রযুক্তির একটি স্ক্রিনও থাকছে। এতে স্মার্টফোনে ই-বুক পড়তে চোখের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে না বলে জানিয়েছে ইয়োটা। ২০১৩ সালের শেষদিকে ডিভাইসটি বাজারে ছাড়া হবে।
ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ইয়োটা ডিভাইসটি দেখাবে বলে জানিয়েছে। ডিভাইসটির ডুয়াল স্ক্রিনের ফলে একসঙ্গে ভিন্ন ধরনের কাজ করা যাবে। এমনটি ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেও ই-ইঙ্ক স্ক্রিনটি সচল থাকবে।
ইয়োটা ফোন তৈরি হবে এশিয়ায়। বিক্রির জন্য তা নিয়ে যাওয়া হবে রাশিয়াসহ বিশ্বের অন্যান্য স্থানে। ২০১৩ সালের আগেই ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে এটি ছাড়া হবে বলে জানিয়েছে নির্মাতারা।
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment