সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ
তথ্যসূত্র : বিবিসি
সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে পরিচালিত গবেষণায়
জানা গেছে, সামাজিক যোগাযোগ সাইটে পুলিশবাহিনী নাগরিকদের কাছাকাছি গিয়ে
সেবা দিলে নিয়ন্ত্রণ থাকে অপরাধ। অন্য দিকে সামাজিক যোগাযোগ সাইটে পুলিশের
অনুপস্থিতির সুযোগে বাড়ছে অবৈধ কার্যকলাপ। কমপ্যারেটিভ পুলিশ স্টাডিজ ইন
দি ইইউ নামে প্রকল্পটির সমন্বয়কারী ড. সেবাস্তিয়ান ডেনেফ বলেন, ‘পুলিশের
বিভিন্ন কার্যকলাপ নিয়ে সামাজিক যোগাযোগ সাইটে আলোচনা হয়। এ গবেষণায়
পুলিশকে শুধু তদন্তের জন্য সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার না করে বরং
মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্যে ২০১১ সালের
গ্রীষ্মকালীন দাঙ্গার সঙ্কটকালে সামাজিক যোগাযোগ সাইটে প্রতিষ্ঠিত যোগাযোগ ও
প্রশিতি আচরণের মাধ্যমে পুলিশের উপকৃত হওয়ার বিষয়টি রিপোর্টে উল্লেখ করা
হয়েছে। যুক্তরাজ্য, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডস ও স্পেনসহ ১৩টি
ইউরোপিয়ান দেশে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, যেসব দেশের সামাজিক
যোগাযোগ সাইটে পুলিশের উপস্থিতি দুর্বল, সেখানে ‘আন-অফিসিয়াল’ পেজ বেশি।
তরুণ প্রজন্মের সাথে যোগাযোগে সনাতন প্রিন্ট মিডিয়ার চেয়ে সামাজিক
যোগাযোগ সাইট বেশি কার্যকর বলে গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, ‘তরুণ
প্রজন্ম সাধারণত এখন আর সংবাদপত্র পড়ে না, এর বদলে সামাজিক যোগাযোগ সাইটের
মাধ্যমে খবরাখবর রাখে।’ সামাজিক যোগাযোগ সাইট পুলিশের শুধু প্রচারমাধ্যমই
নয়, এর মাধ্যমে পুলিশ অফিসারদের পে গঠনমূলক খবর, আবেগ, পুলিশ সংস্কৃতি ও
প্রতিদিনের অভিজ্ঞতা সম্বন্ধে আলোচনার সুযোগ করে দিতে পারে। এর ফলে
পুলিশকে গ্রহণযোগ্য ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে বিশ্বাসযোগ্য
হতে সাহায্য করছে সামাজিক যোগাযোগ সাইট।http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment