Pages

Wednesday, December 19, 2012

খাওয়া যাবে আইফোনের কেসিং!

ফোনে কথা বলতে বলতে বেশি ক্ষুধা লেগে গেলে আইফোনটির কেসিং খেয়ে ফেললেও শরীরের কোনো ক্ষতি হবে না। জাপানি এক নির্মাতা আইফোন ফাইভের জন্য খাদ্য উপকরণ দিয়ে তৈরি ৮১ ডলারের এ কেসটি তৈরি করেছে বলে জানিয়েছে সিএনএন।

‘সারভাইভাল সেনবিই রাইস ক্র্যাকার আইফোন ফাইভ কেইস’ নামের কেসিংটি বাজারে ছেড়েছে টোকিওর গ্যাজেট বিক্রেতা সাইট জাপান ট্রেন্ডশপ। তারা জানিয়েছে, এটি তৈরিতে বাদামি চাল ও লবণ ব্যবহার করা হয়েছে। বাস্তবে এটি খাদ্য ও ফোন হিসেবে কাজ করবে। জরুরি প্রয়োজনে খাবারের অভাবে বিপদে পড়লে আপনি এটি কাজে লাগাতে পারবেন। শুকনো খাবারের মতোই মচমচ করে কেসিংটি খাওয়া যাবে।

জাপানি ভোক্তাবান্ধব খাবারের প্রতীক হিসেবে মোবাইলের কভারটিকে তুলে ধরেছে বিক্রেতা প্রতিষ্ঠানটি। অনলাইনে অর্ডার দেয়ার পর হাতে তৈরি পণ্যটি ভোক্তার হাতে পৌঁছাতে মাসখানেকও লাগতে পারে বলে জানিয়েছে বিক্রেতা। 

http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment