Pages

Wednesday, December 19, 2012

মামলার বিস্তারিত গোপনের অনুরোধ মাইক্রোসফট-মটোরোলার

মার্কিন সফটওয়্যার জায়ান্ট ‘মাইক্রোসফট’ ও গুগলের মালিকানাধীন মোবাইল ফোন নির্মাতা ‘মটোরোলা মোবিলিটি’র মধ্যে পেটেন্ট নিয়ে চলমান মামলার বিস্তারিত তথ্য জনগণের কাছ থেকে গোপন রাখার জন্য সিয়াটল আদালতের জাজকে অনুরোধ জানিয়েছে কোম্পানি দু’টি। এর ফলে টেকনোলজি পেটেন্টের মূল্য ও কোম্পানি দু’টির বিরোধ নিষ্পত্তি গোপন রাখা হতে পারে। খবর রয়টার্স-এর।

পেটেন্ট নিয়ে মাইক্রোসফটের সঙ্গে মটোরোলা মোবিলিটির মধ্যে চলমান বিরোধে কোম্পানি দু’টি আদালতে বিস্তারিত পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এ মামলার মাধ্যমে মাইক্রোসফটের এক্সবক্সসহ বিভিন্ন পণ্যে মটোরোলোর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করার জন্য মূল্য নির্ধারিত হবে।

মটরোলা আদালতকে উভয় প্রতিষ্ঠানের কিছু নথিপত্র গোপন রাখার অনুরোধ জানিয়েছে। তারা জানিয়েছে, এতে উভয় কোম্পানি বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত হবে।

মামলাটি এ বিষয়ে চলমান বহু মামলার মধ্যে একটি মাত্র। বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রস্তুতকারকদের মধ্যে পেটেন্ট নিয়ে এ ধরনের বহু মামলা চলছে।
http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment