Pages

Wednesday, December 19, 2012

তথ্যপ্রযুক্তি কর্মকাণ্ড তুলে ধরার ব্যতিক্রমী আয়োজন

নাজমুল হোসেন
তারিখ: ৭ ডিসেম্বর, ২০১২
তথ্যপ্রযুক্তি কর্মকাণ্ড তুলে ধরার ব্যতিক্রমী আয়োজন
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তির অন্যতম আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’। ‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ বিষয় নিয়ে এই আয়োজনের আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এ২আই)। গতকাল সকালে ল্যাপটপে কিক করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উদ্বোধন করেন তিন দিনের এই ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য এই আয়োজন অনেক বড় ভূমিকা রাখবে। আমাদের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলা হয়েছে। নির্বাচনে জয়লাভ করার পর সেই ল্েয সরকার বিভিন্ন পদপে গ্রহণ করেছে। আমরা সেই ল্েয বিভিন্ন পদপে গ্রহণ করছি। আমাদের সরকারের তথ্যপ্রযুক্তির সর্বশেষ খবর জানতে পারবেন ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে। দেশের প্রত্যেক মানুষের হাতের নাগালে ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, সারা দেশে আগামী এক বছরের মধ্যে থ্রিজি সেবা পৌঁছে দেয়া হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সবার আগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ডিজিটাল হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব এবং এটুআই’র জাতীয় প্রকল্প পরিচালক মো: নজরুল ইসলাম খান জানান, ‘তথ্যপ্রযুক্তি নিয়ে আমরা যা করছি তা বিশ্ববাসীকে জানানো এবং অন্যান্য দেশ যা করছে, সে সম্পর্কে জানতেই এ আয়োজন। পাশাপাশি বাংলাদেশের ব্র্যান্ডিং করাও একটা উদ্দেশ্য।’ ডিজিটাল ওয়ার্ল্ডে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে। জনগণের জন্য কী ধরনের সেবা সরকারের বিভিন্ন অঙ্গ থেকে দেয়া হচ্ছে, তা দেখানো হচ্ছে এসব স্টলে। সাধারণ মানুষ দেখতে পারছে তার সেবা কোন দফতর কিভাবে দিচ্ছে। কিভাবে কোন সেবা নিতে হয় সেটা সাধারণ মানুষ জানতে পারছে এই আয়োজন থেকে। সরকারের পাশাপাশি দেশের বেসরকারি খাতেরও অংশগ্রহণ রয়েছে।  সম্মেলনে ৬০টি বেসরকারি, ২৭টি মন্ত্রণালয়সহ দেশী-বিদেশী তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতকাল সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ডিজিটাল ওয়ার্ল্ড সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment