Pages

Wednesday, December 19, 2012

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী

 

দেশের বিজ্ঞানীদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর রয়েছে নিজস্ব ওয়েবসাইট। সম্পূর্ণ ইংরেজিতে ডেভেলপ করা সাইটটি থেকে জানা যাবে বিজ্ঞান সম্পর্কিত সর্বশেষ খবর, ইভেন্ট, নোটিশ প্রভৃতি। দেশের কিংবা দেশের বাইরের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সাইটির সাহায্যে একাডেমীর সঙ্গে যুক্ত হতে পারবেন। এ জন্য যৎসামান্য খরচায় নিবন্ধন করে একাডেমীর সদস্য হতে হবে। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বৃত্তির খবরও জানা যাবে সাইটটি থেকে। এ সম্পর্কে বিস্তারিত জানতে রয়েছে ফিলোশিপ অপশন। কাউন্সিল ট্যাবে রয়েছে একাডেমীর সদস্যদের তালিকা। কাউনসিল সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানতে সাইটটিতে লগইন করতে হবে। কম্পিউটার বা আপনার ব্যবহৃত ডিভাইস স্ক্রিনের সঙ্গে সাইটটির ফন্ট সামঞ্জস্যপূর্ণ না হলে পরিবর্তন করা যাবে ফন্টের ধরন। এছাড়া একাডেমী বিভিন্ন সময় দেশের ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে থাকে। ফিজিক্স অলিম্পিয়াডসহ এসব প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে এখান থেকে। প্রয়োজনে তথ্য খুঁেজ পেতে রয়েছে সার্চ অপশন। ঠিকানা :িি.িনধং.ড়ৎম.নফ  

http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment