পর্নো বই পড়ায় স্বামীকে গুলি 
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১২

 
মানবজমিন ডেস্ক: পর্নোগ্রাফির বই পড়ায় 
ক্ষিপ্ত হয়ে স্বামীকে গুলি করার চেষ্টা করলেন যুক্তরাষ্ট্রের নেভাদা 
অঙ্গরাজ্যের এক নারী। গত রোববার রাতের ঘটনা। আনিতা লেন ইংলিশের (৬৯) স্বামী
 পর্নোগ্রাফির একটি বই পড়ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি 
হয়। এক পর্যায়ে আনিতা একটি রাইফেল দিয়ে তার স্বামীকে গুলি করার চেষ্টা 
করেন। স্থানীয় পুলিশের ধারণা, আনিতা তার স্বামীকে সন্দেহ করছিলেন। ৭ বছরের 
দাম্পত্য জীবন তাদের। ঘটনার সময় তাদের বাড়িতে এক নারী অতিথি ছিলেন। ওই নারী
 তাদের পারিবারিক বন্ধু। আনিতা এ সময় মদোন্মত্ত ছিলেন। ওই অবস্থায় তিনি তার
 স্বামীর দিকে রাইফেল তাক করে গুলির চেষ্টা করেন। কিন্তু রাইফেলে সমস্যা 
থাকায় তার সে চেষ্টা ব্যর্থ হয়। পরে তিনি পাশের ঘর থেকে একটি ছোট পিস্তল 
নিয়ে তার স্বামীর ওপর গুলি চালান। সৌভাগ্যবশত, তার স্বামী সে  হামলায় আহত 
হননি। তিনি দৌড়ে কাছের একটি গ্যাস স্টেশনে পৌঁছান ও পুলিশের সঙ্গে যোগাযোগ
 করেন। স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে আনিতাকে গ্রেপ্তার করা হয় ও তাকে 
জেলে পাঠানো হয়। এক প্রবীণ ব্যক্তির ওপর দু’বার হত্যা চেষ্টার অভিযোগ গঠন 
করা হয়েছে তার বিরুদ্ধে। 
http://allearninginformationbd.blogspot.com/
 
 
No comments:
Post a Comment