Pages

Wednesday, December 19, 2012

প্রযুক্তির মাধ্যমে শান্তির পথ খুঁজছে ফিলিপাইন

গার্ডিয়ান অনলাইন
তারিখ: ৭ ডিসেম্বর, ২০১২
প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক দেশই বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। অনেক দেশে পতন ঘটেছে স্বৈরাচারী শাসকের। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইন্টারনেট প্রযুক্তি কাজে লাগিয়ে ফিলিপাইনের মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে চলা ৪০ বছরের দ্বন্দ্বের অবসান ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এই লক্ষ্যে সম্প্রতি ফিলিপাইনের প্রায় ছয় হাজার তরুণ ইন্টারনেটে একটি ভিডিও কনফারেন্স করেছেন। এতে দেশটির মুসলমান ও খ্রিষ্টান দুই পই উপস্থিত ছিল। ধর্মের দ্বন্দ্বে প্রাণহানি বন্ধ করার লক্ষ্যে কাজ করছে এসব তরুণেরা। ভিডিও কনফারেন্সে যুদ্ধের কারণে তিগ্রস্ত তিন ব্যক্তি নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাদের মধ্যে ছিলেন একজন মুসলমান, একজন খ্রিষ্টান ও একজন সাধারণ ফিলিপিনো। চার দশকের চলমান দ্বন্দ্ব বন্ধ করে কিভাবে শান্তির বার্তা পৌঁছে দেয়া যায়, তা খোঁজা হচ্ছে এ ভিডিও কনফারেন্সে। ফিলিপাইনের ইলিগান শহর ও ম্যানিলায় বিশাল দু’টি জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। বড় পর্দায় আয়োজন করা হয়েছে এ ভিডিও কনফারেন্স। তরুণেরা সরাসরি প্রশ্নোত্তর করছেন এ সম্মেলনে। এ সম্মেলন সম্পর্কে ফিলিপাইনের মুসলিম তরুণ জাবরা সিওয়া জানিয়েছেন, সম্মেলনটি একটি কৌশলগত সময়ে কৌশলগত জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। ফিলিপাইনে চার দশক ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত এক লাখ ২০ হাজার মানুষ মারা গেছেন। আমাদের সংস্থাটি ২০০৬ সাল থেকে এশিয়ায় শান্তি অর্জনের ল্েয কাজ করছে। বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাকা পরে লোকদের প্রযুক্তির মাধ্যমে একত্র করার কাজ করে এ সংস্থা। দুই পরে উপস্থিতি থেকে অন্তত আমরা একটি বার্তা পৌঁছে দিতে পেরেছি, আমরা কেউই সঙ্ঘাত চাই না। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।
http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment