শিক্ষা ও উদ্ভাবনে গুগলের অনুদান
তথ্যসূত্র : এনডিটিভি
সম্প্রতি গুগল সাতটি অলাভজনক প্রতিষ্ঠানকে অনুদান
দিয়েছে। প্রতি বছরই গুগল তার নিজের আয়ের একটি নির্দিষ্ট অংশ শিা ও
প্রযুক্তি বিস্তারের জন্য ব্যয় করে। মূলত এসব অর্থ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর
জন্য ব্যয় করা হয়। শুধু অনুদানই দিয়েই থেকে থাকে না গুগল এসব অর্থের
সঠিক ব্যবহারের বিষয়টিও নজরদারি করে গুগল। চলতি বছর নারী ও সংখ্যালঘুদের
বিজ্ঞান-প্রযুক্তি শিা ও উদ্ভাবনের জন্য সার্চ ইঞ্জিন গুগল ডোনারচুজকে
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পড়াশোনা-কার্যক্রম ছড়িয়ে দেয়ার জন্য ৫০ লাখ
ডলার অনুদান দিয়েছে। এ ছাড়া আফ্রিকায় পানি নিয়ে কাজ করার জন্য চ্যারিটি
ওয়াটারকে ৫০ লাখ ডলার, সেন্সরের প্রযুক্তি নিয়ে কাজ করা এবং বিপন্ন
প্রজাতিকে রার জন্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডকে ৫০ লাখ ডলার, ডিএনএ
বারকোডিং নিয়ে কাজ করার জন্য বারকোড অব লাইফ প্রকল্পকে দেয়া হয়েছে ৩০
লাখ ডলার অনুদান দিয়েছে। এ ছাড়া গিভডিরেক্টলি, ইকুয়াল অপরচুনিটি স্কুল ও
জিনা ডেভিস ইনস্টিটিউটকে শিা ও প্রযুক্তি বিস্তারে অনুদান দিয়েছে গুগল।http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment