Pages

Thursday, December 20, 2012

ইউটিউব খুলতে গুগল সহযোগিতা করছে না

ইউটিউব খুলতে গুগল সহযোগিতা করছে না

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেছেন, বর্তমানে দেশে বন্ধ থাকা বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এখনো না খোলার পেছনে গুগলের অসহযোগিতাই দায়ী।
‘দ্রুত দেশে ইউটিউব খুলে দেওয়া হবে’ উল্লেখ করে সুনীল কান্তি বোস বলেন, ‘আমরা এ ব্যাপারে চেষ্টা করছি।’ তিনি জানান, ইউটিউব কর্তৃপক্ষ অন্য দেশের আহ্বানে যেভাবে ইতিবাচক সাড়া দিয়েছে, বাংলাদেশের সঙ্গে তা করেনি। এ বিষয়ে বাংলাদেশে গুগল প্রতিনিধির সঙ্গেও আলাপ হয়েছে।
আজ বুধবার বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুনীল কান্তি বোস এ তথ্য জানান।
অবৈধ উপায়ে বিদেশি টেলিযোগাযোগ ব্যবসা বা ভিওআইপি নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছেন বিটিআরসির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এর মাধ্যমে গুটিকয়েক লোক লুটে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।’
বিটিআরসি কখনোই অবৈধ ভিওআইপিকে প্রশ্রয় দেবে না, দাবি করে সুনীল কান্তি বোস বলেন, ইতিমধ্যে বিটিসিএলের ৭০ শতাংশ অবৈধ কল টার্মিনেশন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি জানান, ইন্দোনেশিয়ায় ৬৪ এবং ভারতে ৫০ শতাংশ পর্যন্ত অবৈধ ভিওআইপি কল হয়। ভিওআইপি সরাসরি নির্মূল করতে না পারলেও সব মিলিয়ে এখন বৈধ কলের সংখ্যা অনেক বেড়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে থ্রি-জি লাইসেন্স প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে থ্রি-জি (তৃতীয় প্রজন্মের প্রযুক্তি) লাইসেন্স গাইডলাইন অনুমোদিত হলে শিগগিরই নিলামে যেতে পারব।’ এছাড়া থ্রি-জির জন্য তরঙ্গ বা স্পেকট্রামের দাম আরও কমানো হবে বলেও জানান তিনি।
মুঠোফোন অপারেটরগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানের নিরীক্ষা করা হবে জানিয়ে সুনীল কান্তি বোস বলেন, ‘গতবারের অডিট করা নিয়ে বিভিন্ন সমালোচনা হয়েছে। কেউ কেউ আদালতেও গেছে। আমরা এগুলো চাই না। তাই আন্তর্জাতিকভাবে দরপত্র আহ্বান করা হয়েছে।’ গ্রামীণফোনের অডিট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আদালতে রয়েছে। এ নিয়ে কথা বলা ঠিক নয়।’
সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রয়োজন সময়োপযোগী ও শক্তিশালী অবকাঠামো। পাশাপাশি দেশের সর্বত্র অপটিক্যাল ফাইবার পৌঁছে দিতে প্রয়োজন হবে ইন্টারনেট অবকাঠামো ও নিজস্ব স্যাটেলাইট—এ কথা উল্লেখ করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশে ব্রডব্যান্ডের নামে যে সেবা দেওয়া হচ্ছে, তা আন্তর্জাতিক মানের নয়।’
http://allearninginformationbd.blogspot.com/

 

No comments:

Post a Comment