Pages

Tuesday, December 18, 2012

ছুটির দিনে গ্রাফিক্স ডিজাইন কর্মশালা

 

ওয়েব ডেভেলপার, ফটোগ্রাফার, আর্কিটেক্ট, অনলাইন মার্কেটিং এক্সপার্ট অথবা ফ্রিল্যান্সার যাই হোক না কেন, গ্রাফিক্স ডিজাইনের ওপর দক্ষতা ক্যারিয়ারে কাঙ্ক্ষিত সফলতা আনতে পারে। তাছাড়া সুন্দর প্রেজেন্টেশন তৈরির জন্য গ্রাফিক্স ডিজাইনে দখল থাকা জরুরি। তাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ছুটির দিনে আগামী শুক্রবার আয়োজন করেছে দিনব্যাপী গ্রাফিক্স ডিজাইন কর্মশালা। এতে ওয়েব টেমপ্লেট, আইকন ডিজাইন, লোগো ডিজাইন, ক্লিপিং পাথ, ইমেজ রি-টাচ্ প্রভৃতি আয়ত্তে আনার কৌশল শেখানো হবে। তাছাড়া কীভাবে সহজে ভালো ডিজাইনার হওয়া যায়, ডিজাইনারের গুণাবলী, ডিজাইন গ্রহণযোগ্যতা পায় কীভাবে, বিষয়ের ওপর ভিত্তি করে কীভাবে কালার, পিকচার ও টেক্সট সমন্বয় করা যায় প্রভৃতি শেখানো হবে এই কর্মশালায়। অংশগ্রহণের জন্য বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। যোগাযোগ : ক্রিয়েটিভ আইটি লি., অর্কিড প্লাজা (৬ষ্ঠ তলা), হাউস-২, রোড-২৮ (পুরনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯। ফোন : ০১৬১৪ ১৩৪৪২৪

http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment