বিজিএমইএ'র বিটুবি সাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা সম্প্রতি 'বিজিএমইএ' আয়োজিত 'বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড
টেক্সটাইলস এক্সপোজিশন (বাটেক্সপো-২০১২)'-এ www.garmentstocklot.com.bd
নামক একটি বিটুবি (B2B) পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজধানীর
আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ
কর্মকর্তাবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূত, বিজিএমইএ প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠানের
বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকগণ উপস্থিত
ছিলেন। এই বিটুবি পোর্টালের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের বায়ার বা
সেলার পরস্পরের সাথে অনলাইনে সংযুক্ত হতে পারবে। এ ছাড়া পোর্টালটিতে
সাব-কন্ট্রাক্ট ফিচারটিও অন্তর্ভুক্ত রয়েছে যা ব্যবহার করে এতে নিবন্ধিত
গ্রাহকগণ সাব-কন্ট্রাক্টে গার্মেন্টস সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ দিতে ও
নিতে পারবেন। এই সুবিধা সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যেই এখানে
রেজিস্ট্রেশন করা যাবে। পোর্টালটি তৈরি করেছে সিসটেক ডিজিটাল লিমিটেড।
( লেখাটি পড়া হয়েছে ২২ বার )
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment