Pages

Wednesday, December 19, 2012

চিন্তার মাধ্যমে নিয়ন্ত্রিত হলো রোবটিক বাহু

১৩ বছর আগে স্পিনোসেরিবিলার ডিজেনারেশনে আক্রান্ত হন ৫৩ বছর বয়সি নারী জেন শিউআরমান। এতে তিনি নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেন। তিনি এখন মস্তিষ্কে স্থাপিত সেন্সরের সাহায্যে সাধারণ বাহুর মতো করেই ব্যবহার করতে পারছেন একটি রোবটিক বাহু। খবর বিবিসির।

চিকিৎসাবিজ্ঞানে রোবটিক আর্ম সফল প্রতিস্থাপনকে স্মরণীয় অর্জন বলে উল্লেখ করেছে লেনসেট মেডিকেল জার্নাল। মস্তিষ্কের অনুভূতির মাধ্যমে রোবটিক আর্ম নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জার্নালে জানানো হয়।

তার মস্তিষ্কে দু’টি সেন্সর স্থাপন করা হয়েছে। এগুলোর প্রতিটি ৪ মিলিমিটার বাই চার মিলিমিটার, যেগুলো মটোর কর্টেক্স মস্তিষ্কে স্থাপন করা হয়েছে। প্রতি সেন্সরে ব্যবহার করা হয়েছে ছোট একশ’ সূঁচ। যেগুলো মস্তিষ্কের ২০০ স্বতন্ত্র সেলের সঙ্গে যুক্ত। ইলেক্ট্রনিক সেন্সরের মাধ্যমে মস্তিষ্কের কমান্ড দেয়ার ট্রেইনিংয়ের দ্বিতীয় দিন থেকেই তিনি বাহুটি নড়াতে সক্ষম হন।

চিকিৎসাবিজ্ঞানে প্যারালাইজড রোগীর সাহায্যে এ পদ্ধতির অর্জন আধুনিক প্রযুক্তির স্মরণীয় দৃষ্টান্ত বলে জানান গবেষক সিলভেস্তো মিরিসাসহ গবেষক দলের অন্যান্যরা।
http://allearninginformationbd.blogspot.com/
 

No comments:

Post a Comment