Pages

Thursday, December 20, 2012

১০ ইঞ্চি ট্যাবলেট আনছে নকিয়া!

১০ ইঞ্চি ট্যাবলেট আনছে নকিয়া!

নিজস্ব ব্র্যাণ্ডের ট্যাবলেট বাজারে আসছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। মাইক্রোসফট, কোয়ালকম, কমপাল ইলেকট্রনিকসের সঙ্গে একজোট হয়ে নকিয়া ব্র্যান্ডের ১০ ইঞ্চি মাপের ট্যাবলেট তৈরি করবে প্রতিষ্ঠানটি। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ ট্যাবলেটের ঘোষণা দিতে পারে নকিয়া। খবর ওয়াল স্ট্রিট জার্নাল-এর।
তাইওয়ান-ভিত্তিক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস সম্প্রতি এক প্রতিবেদনে নকিয়ার ট্যাবলেটের তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুয়ায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই উইন্ডোজ আরটি নির্ভর নকিয়া ট্যাব বাজারে আসতে পারে।
ডিজিটাইমসের সূত্র অনুযায়ী, ২০১২ সালের শুরুতেই নকিয়ার উইন্ডোজ ট্যাব তৈরির কথা ছিল। তবে, মাইক্রোসফট ‘সারফেস’ ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দেওয়ার ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছিল নকিয়া। চলতি বছরের মার্চ মাসে নকিয়ার নকশা বিভাগের প্রধান মার্কো আতিসারি নকিয়ার উইন্ডোজ তৈরির বিষয়টি জানিয়েছিলেন।
জানা গেছে, নকিয়ার উইন্ডোজ ট্যাবলেটে কোয়ালকমের তৈরি এস ৪ প্রসেসর ব্যবহূত হতে পারে। নকিয়ার ট্যাবলেটে ব্যবহূত হবে কমপ্যালের হার্ডওয়্যার। প্রাথমিকভাবে দুই লাখ নকিয়া ট্যাব বাজারে আসতে পারে। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটের তৈরি ‘সারফেস’ ট্যাবলেটের বাজার বিবেচনা করেই ট্যাবলেট তৈরির সিদ্ধান্ত নেবে নকিয়া।
এদিকে মুঠোফোনের বাজারে নকিয়া ক্রমশ পিছিয়ে পড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস আইসাপ্লাই জানিয়েছে, ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া ব্র্যান্ডকে পেছনে ফেলে ২০১২ সালের সেরা মুঠোফোন ব্র্যান্ড হয়েছে দক্ষিণ কোরিয়ার ‘স্যামসাং’।
আইসাপ্লাইয়ের তথ্য অনুযায়ী, গত ১৪ বছরের মধ্যে এবছরই প্রথমবারের মতো এক বছরের বেশি সময় ধরে মুঠোফোনের বাজারের শীর্ষ অবস্থান থেকে সরে গেছে নকিয়া। আর নকিয়ার স্থান দখল করেছে স্যামসাং। ২০১১ সালে বাজারে ২৪ শতাংশ মুঠোফোন বিক্রি করেছিল স্যামসাং ২০১২ সালে যা দাঁড়িয়েছে ২৯ শতাংশে আর নকিয়া ২০১১ সালের ৩০ শতাংশ থেকে কমে বর্তমানে ২৪ শতাংশে পৌঁছেছে।
বাজারে আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই নকিয়া ট্যাবলেট তৈরি করবে বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
 
http://allearninginformationbd.blogspot.com/

 

No comments:

Post a Comment