স্যামসাংয়ের জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি সিরিজে এবার যোগ হচ্ছে বড়
পর্দাবিশিষ্ট নতুন সংস্করণ। কোরিয়ান ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং
নিজস্ব ব্লগ 'স্যামসাং টুমরো'তে জানিয়েছে, 'গ্যালাক্সি গ্রান্ড' নামের নতুন
এ স্মার্টফোনে প্রথমবারের মতো যোগ হচ্ছে দ্বৈত পর্দা। অ্যান্ড্রয়েড ৪.১
জেলিবিন অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে পর্দার আকার হবে ৫ ইঞ্চি।
১.২ গিগাহার্টজ গতির ডুয়াল কোর মানের প্রসেসরের সঙ্গে কাজে গতি আনার জন্য
থাকবে ১ গিগাবাইট র্যাম। এর বাহ্যিক নকশায় গ্যালাক্সিএস সংস্করণের নকশা
পদ্ধতি। পেছনের দিকে থাকবে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর
ভিডিও কলিং সুবিধার জন্য সম্মুখে থাকবে ২ মেগাপিক্সেল ক্যামেরা। তারবিহীন
তথ্য আদান-প্রদানে থাকবে ব্লুটুথ প্রযুক্তির চতুর্থ সংস্করণ। আর ইন্টারনেট
সুবিধা দিতে থ্রিজি এবং ওয়াই-ফাই। ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজের
পাশাপাশি বাড়তি হিসেবে ব্যবহার করা যাবে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি। বিশেষ
ফিচার হিসেবে এতে যোগ হচ্ছে আইফোনের কণ্ঠ চালিত 'এস ভয়েস' ফিচার। তবে দাম
এবং কবে নাগাদ বাজারে ছাড়া হবে সে ব্যাপারে এখনও কোনো তথ্য দেয়নি
প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, নতুন বছরের যে কোনো সময় ক্রেতার হাতে
পৌঁছবে গ্যালাক্সি গ্রান্ড। বিশ্লেষকরা বলছেন, দ্বৈত পর্দার পাশাপাশি নতুন
ফিচার যোগ হওয়ায় গ্যালাক্সি গ্রান্ড স্যামসাংয়ের ইতিহাসে নতুন রেকর্ড যোগ
করবে। পাশাপাশি শীর্ষ স্মার্টফোন নির্মাতা অ্যাপলের আইফোনকেও শক্ত
প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দেবে।
http://allearninginformationbd.blogspot.com/
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment