Pages

Thursday, December 20, 2012

মস্তিষ্কের জন্য মাত্র ১২ ওয়াট শক্তিই যথেষ্ট

 মস্তিষ্কের জন্য মাত্র ১২ ওয়াট শক্তিই যথেষ্ট


টিমটিমে আলোর জন্য একটা ১২ ওয়াটের বাল্বের যতটুকু শক্তি লাগে, সেই সামান্য শক্তিই মানুষের মস্তিষ্কের অসাধারণ কাজ করার জন্য যথেষ্ট। সারা দিন কাজ করতে মস্তিষ্কের যে শক্তি ব্যয় হয়, তা মাত্র দুটি সাগর কলাতেই রয়েছে। মানুষের মস্তিষ্ক সারা শরীরের ওজনের মাত্র ৩ শতাংশ। কিন্তু সে শরীরের মোট শক্তির প্রায় ১৭ শতাংশ ব্যয় করে। শক্তি ব্যয়ের অনুপাতটা একটু বেশি। কারণ, মস্তিষ্ক কাজ না করলে তো শরীর চলবে না। তার মানে এই নয় যে পরীক্ষার পড়া তৈরি করতে বেশি বেশি খেতে হবে। সেটা হয়তো কিছুটা দরকার। তবে মনে রাখতে হবে যে মস্তিষ্কের বেশির ভাগ শক্তি ব্যয় হয় স্নায়ুকোষ বা নিউরন ও স্নায়ুকোষগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী ঝিল্লির রক্ষণাবেক্ষণের মাধ্যমে বৈদ্যুতিক ক্ষেত্রকে চিন্তাভাবনার জন্য সদা প্রস্তুত রাখার জন্য।
http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment