Pages

Thursday, December 20, 2012

রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছে সোস্যাল মিডিয়া

রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছে সোস্যাল মিডিয়া

বিশ্বের রাজনীতিতে বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ সাইটগুলো। সাম্প্রতিক সময়ে আরব বিশ্বের রাজনীতিতে এসব সাইটের ভূমিকা প্রকট হচ্ছে। সম্প্রতি বিশ্বের ২১টি দেশের ওপর জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা পিউ রিসার্চ। গত মার্চ ও এপ্রিলে জরিপটি চালায় পিউ রিসার্চ। বিশ্বের ২১টি দেশের ২৬ হাজার মানুষের ওপর এ জরিপ চালানো হয়েছে। তাদের প্রকাশিত জরিপ থেকে জানা গেছে, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করছে বিভিন্ন দেশের জনগণ। পিউ রিসার্চ সেন্টারের ‘গ্লোবাল অ্যাটিটিউড প্রজেক্ট সারভে’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয় রাজনীতি, সমাজ ও ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক সাইটে প্রচুুর সক্রিয় হচ্ছেন আন্দোলনকারীরা। বিশেষ করে আরব বিশ্বের জনগণ সামাজিক সাইটে বেশি সক্রিয়। এ প্রতিবেদনে উঠে এসেছে আরব বসন্তের কেন্দ্রবিন্দুতে ছিল মিসর ও তিউনিসিয়া। এ দুই দেশে গণজাগরণের েেত্র সামাজিক যোগাযোগের সাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অভ্যুত্থান চলাকালে এ দুই দেশের প্রতি ১০ জন সামাজিক সাইট ব্যবহারকারীর ছয়জনই এসব সাইটে রাজনীতি বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। ২১টি দেশের েেত্র এর হার এক-তৃতীয়াংশ। তিউনিসিয়া, মিসর ও জর্ডানেও এ হার মোটামুটি একই। তরুণেরা সামাজিক যোগাযোগ সাইটে রাজনীতি নিয়ে বেশি মতামত প্রকাশ করেন, যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের মধ্যে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের প্রবণতা বেশি। জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের হার সবচেয়ে বেশি। লেবাননের সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীদের ৬৮ শতাংশ এসব সাইটে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করে বলে পিউ রিসার্চ জানায়। সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করা ব্যক্তির হার ৮১ শতাংশ। উচ্চশিতি ও তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের প্রবণতা বেশি। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, স্পেন ও চেক প্রজাতন্ত্রের প্রায় ৫০ শতাংশই সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করেন আর পোল্যান্ড, ব্রাজিল, ফ্রান্স ও ইতালিতে এ হার ৪০ শতাংশ। উন্নত দেশের মধ্যে জাপান ও জার্মানিতে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের হার কম বলে প্রতিবেদনে জানানো হয়। এ দুই দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের অর্ধেকেরও কম ব্যক্তি সামাজিক সাইট ব্যবহার করেন।

http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment