Pages

Thursday, December 20, 2012

ব্রাজিলিয়ান ‘আইফোন’!


ব্রাজিলিয়ান ‘আইফোন’!

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলই কেবল আইফোন তৈরি করে না। সম্প্রতি ব্রাজিলের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইজিবি ইলেকট্রনিকা তাদের নিজস্ব আইফোন বাজারে এনেছে। এক খবরে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ব্রাজিলের এ প্রতিষ্ঠানটি অ্যাপলের আইফোনের নাম নকল করছে না। নাম বিভ্রাটের আশঙ্কা থাকলেও আইজিবি জানিয়েছে, আইফোন নামটি তাদের ইনটেলেকচুয়াল প্রপারটি। ব্রাজিলে এ নামটির মেধাস্বত্ব তাদের। তাই বৈধভাবে আইফোন ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে এনেছে তারা।
আইজিবি জানিয়েছে, প্রতিষ্ঠানটি সাধারণত গ্রাডিয়েন্তে ব্র্যান্ডের পণ্য তৈরি করে। তবে‎ ২০০৮ সালে তারা ব্রাজিলে আইফোন নামটি ব্যবহারের জন্য আদালতের অনুমোদন পেয়েছে। ২০০০ সালে আইফোন ব্র্যান্ড নামের জন্য আবেদন করেছিল প্রতিষ্ঠানটি।
আইজিবি জানিয়েছে, তারা ব্রাজিলে নিজস্ব ব্র্যান্ড আইফোন নাম ব্যবহারের স্বত্ব সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নেবে। তবে ব্রাজিলে অ্যাপলের পণ্য আইফোন নামে বিক্রি করা হলে মামলা করা হবে কিনা-সে বিষয়ে কোনো তথ্য জানায়নি আইজিবি।
আইজিবির তৈরি আইফোনে রয়েছে ৩.৭ ইঞ্চি মাপের টাচ সেনসিটিভ স্ক্রিন, দুই সিম ব্যবহারের সুবিধা। থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ সুবিধার আইফোন চলে অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমে।
http://allearninginformationbd.blogspot.com/

 

No comments:

Post a Comment