Pages

Wednesday, December 19, 2012

বুধবার উদ্বোধন 'ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২'

১৯ ডিসেম্বর ঢাকার কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে উদ্বোধন হচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২’। এবারের মেলার স্লোগান ‘বি দি চেঞ্জ, স্টার্ট গ্রিন নাও’।

৬ দিনব্যাপী এই মেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এটি এ মেলার ৬ষ্ঠ আয়োজন। মেলায় অংশগ্রহণ করবে মার্কেটের ৫৫০-এর অধিক আইটি প্রতিষ্ঠান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার আয়োজকরা জানিয়েছেন, বুধবার বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২-এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, কিউবি’র সিইও ফয়সাল হায়দার, এসোসিও’র সভাপতি আব্দুল্লাহ এইচ কাফী, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি মো. ফয়েজউল্যাহ খান, বাংলাদেশ আইটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মদ খান। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কমান্ডার মোস্তফা মহসীন মন্টু। সভাপতিত্ব করবেন ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২ এর আহ্বায়ক ও মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহ্সোন।

মেলার গোল্ড স্পন্সর কিউবি। সহযোগী স্পন্সর আসুস, গিগাবাইট, বুলগার্ড, লজিটেক, ফুজিৎসু ও টিপ-লিংক। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার এটিএন নিউজ। প্রিন্ট মিডিয়া পার্টনার কালের কণ্ঠ। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন নিউজ পার্টনার ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম।
http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment