Pages

Thursday, December 20, 2012

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় টিম কুক

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় টিম কুক

টিমোথি ডি. কুক টিমোথি ডি. কুক
২০১২ সালে টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অ্যাপল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী টিম কুক। চলতি বছরে আলোচনার কেন্দ্রে থাকা ব্যক্তিদের মধ্যে টিম কুক ছিলেন অন্যতম। খবর রয়টার্সের।
দ্বিতীয়বারের মতো টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তির তালিকায় শীর্ষস্থান দখল করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ বুধবার বর্ষসেরা ব্যক্তিদের নাম ঘোষণার সময় ওবামাকে ‘নতুন আমেরিকার নির্মাতা’ হিসেবে উল্লেখ করেছে টাইম। টাইমের বর্ষসেরা ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে পাকিস্তানের নারী-আন্দোলনের অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাই। আলোচিত অন্যদের মধ্যে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি উল্লেখযোগ্য, ইতালির পদার্থবিদ ফ্যাবিওলা জিয়োনাত্তি উল্লেখযোগ্য।
অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুকের জন্য ২০১২ সাল ছিল চ্যালেঞ্জের। অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে সফল প্রতিষ্ঠান অ্যাপলকে সামলানোর বড় দায়িত্ব ছিল তাঁর কাঁধে। প্রযুক্তিবিদ হিসেবে অ্যাপলকে তিনি এক বছরে সফলভাবে পরিচালনা করেছেন। আইফোন ৫, নতুন আইপ্যাড, আইপ্যাড মিনিসহ নতুন পণ্য বাজারে এসেছে তার হাত ধরে।
২০১১ সালের অক্টোবর মাসে স্টিভ জবস মারা যাওয়ার কয়েক মাস আগে অ্যাপলের দায়িত্ব পড়ে টিম কুকের কাঁধে। তখন থেকেই তিনি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন।
১৯৬০ সালের ১ নভেম্বর তাঁর জন্ম। বাবা কাজ করতেন জাহাজে। রবার্টডেল হাই স্কুল শেষ করে ভর্তি হন অবার্ন ইউনিভার্সিটিতে। এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিঙে ১৯৮২ সালে স্নাতক শেষ করার পর ১৯৮৮ সালে এমবিএ করেন ডিউক ইউনিভার্সিটি থেকে।
চাকরি জীবনের শুরু কম্পিউটার তৈরির প্রতিষ্ঠান কমপ্যাকে। পরে ১৯৯৮ সালে স্টিভ জবস তাঁকে অ্যাপলে নিয়ে আসেন। এখানে ওয়ার্ল্ড অপারেশনস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালে স্টিভ জবসের ক্যানসার চিকিত্সার সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন কুক। ২০১১ সালে ২৪ আগস্ট থেকে প্রধান নির্বাহী হিসেবে অ্যাপল পরিচালনা করছেন তিনি।
http://allearninginformationbd.blogspot.com/

 

No comments:

Post a Comment