Pages

Wednesday, December 19, 2012

আট হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড
চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে আট হাজার কোটিরও বেশি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান এবিআই রিসার্চের গবেষণায় দেখা গেছে, অ্যাপ্লিকেশন নামানোর ক্ষেত্রে আইফোন ও আইপ্যাডের জন্য আইটিউনস, অ্যান্ড্রেয়ডের জন্য গুগল প্লে এবং নকিয়ার জন্য অভি স্টোরের দিকে ব্যবহারকারীদের ঝোঁক বেশি। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বিক্রি বেড়ে যাওয়ায় অ্যাপ্লিকেশন নামানোর পরিমাণও অনেক বেড়ে গেছে।
এবিআই রিসার্চের গবেষক অ্যাপো মার্কানেন জানান, 'বেশির ভাগ অপারেটিং সিস্টেম নিজেদের স্টোর থেকেই অ্যাপ্লিকেশন নামানোর ব্যাপারে বেশি গুরুত্ব দেয়। শতকরা ৮৯ ভাগ অ্যাপ্লিকেশন এসব স্টোর থেকে ডাউনলোড হয়। বিষয়টি মুক্ত অ্যাপ্লিকেশন নির্মাতাদের জন্য মোটেই ভালো নয়।'
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : ইন্টারনেট
http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment