১ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি এলজির
কোরিয়ান
ইলেক্ট্রনিক ডিভাইস নির্মাতা এলজি জানিয়েছে, তারা ইতোমধ্যে অ্যান্ড্রয়েড
অপারেটিং সিস্টেমের এক কোটি স্মার্টফোন বিক্রি করেছে। খবর জিএসএম এরিনার।
বিশ্বের ৫০টিরও বেশি দেশের বাজারে এজেন্টের মাধ্যমে স্মার্টফোন বিক্রি করছে ইলেক্ট্রনিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান এলজি। গত এক বছরে এক কোটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইস বিক্রির কথা জানিয়েছে তারা।
এলজি জানিয়েছে, প্রধানত তিন ধরনের এল সিরিজের স্মার্টফোন তৈরি করছে তারা। অপটিমাস এল থ্রি, অপটিমাস এল ফাইভ এবং অপটিমাস এল সেভেন নামের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর মধ্যে এল থ্রি এবং এল ফাইভ ডুয়াল সিম ভার্সন। ভারতসহ বিশ্বের ৫০টি দেশের মার্কেটে ডিভাইসগুলো বিক্রি হচ্ছে বলে বলেছে এলজি।
ডিভাইসগুলোর হাইকোয়ালিটি ডিসপ্লে¬ ও এলজি ইউএক্স ফিচার থাকায় এলজি বিশ্বব্যাপী এ সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন এলজির প্রেস সচিব। সম্প্রতি এলজি একই সিরিজের অপটিমাস এল নাইন নামে নতুন ডিভাইস বাজারে ছেড়েছে।
বিশ্বের ৫০টিরও বেশি দেশের বাজারে এজেন্টের মাধ্যমে স্মার্টফোন বিক্রি করছে ইলেক্ট্রনিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান এলজি। গত এক বছরে এক কোটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইস বিক্রির কথা জানিয়েছে তারা।
এলজি জানিয়েছে, প্রধানত তিন ধরনের এল সিরিজের স্মার্টফোন তৈরি করছে তারা। অপটিমাস এল থ্রি, অপটিমাস এল ফাইভ এবং অপটিমাস এল সেভেন নামের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর মধ্যে এল থ্রি এবং এল ফাইভ ডুয়াল সিম ভার্সন। ভারতসহ বিশ্বের ৫০টি দেশের মার্কেটে ডিভাইসগুলো বিক্রি হচ্ছে বলে বলেছে এলজি।
ডিভাইসগুলোর হাইকোয়ালিটি ডিসপ্লে¬ ও এলজি ইউএক্স ফিচার থাকায় এলজি বিশ্বব্যাপী এ সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন এলজির প্রেস সচিব। সম্প্রতি এলজি একই সিরিজের অপটিমাস এল নাইন নামে নতুন ডিভাইস বাজারে ছেড়েছে।
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment