Pages

Thursday, December 20, 2012

শিক্ষকতা পেশায় আসছেন সিনোফস্কি

শিক্ষকতা পেশায় আসছেন সিনোফস্কি

স্টিভেন সিনোফস্কি স্টিভেন সিনোফস্কি
মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের সাবেক প্রধান স্টিভেন সিনোফস্কি এবার পেশা হিসেবে বেছে নিচ্ছেন শিক্ষকতা। করপোরেট জীবন পেছনে ফেলে হার্ভার্ড বিজনেস স্কুলে পণ্য উন্নয়নের বিষয় নিয়ে পড়াবেন তিনি। গতকাল বুধবার এক টুইট বার্তায় নিজের ভবিষ্যত্ পেশা সম্পর্কে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়ান তিনি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, স্টিভেন সিনোফস্কি হার্ভার্ড বিজনেস স্কুলে আগামী প্রজন্মের ব্যবসায়ী নেতাদের ব্যবসা উন্নয়ন-সম্পর্কিত অবকাশকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ১৯৯৮ সালে তিনি হার্ভার্ডে অবকাশকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন।
কোন বিষয়ে পড়াবেন? সিনোফস্কি এখনো তা ঠিক করতে পারেননি। তবে তাঁর টুইট অনুযায়ী, তাঁর পড়ানোর বিষয় হতে পারে পণ্য উন্নয়ন, পরিকল্পনা ও সমন্বয়। তাঁর পদ হতে পারে ‘এক্সিকিউটিভ ইন রেসিডেন্স’। পড়ানোর বিষয়টি তিনি বেশ আগ্রহভরেই নিয়েছেন। সিনোফস্কি টুইট বার্তায় বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে শেখার বিষয়ে আমি মুখিয়ে আছি।’
এদিকে, নতুন পেশা নিয়ে আগ্রহী হলেও মাইক্রোসফটের দায়িত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে রেখেছেন সিনোফস্কি। মাইক্রোসফটের কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধের কারণেই মাইক্রোসফট ছেড়েছেন, এ ধরনের গুজব অবশ্য পাত্তা দেননি তিনি। সিনোফস্কির ভাষ্য, মাইক্রোসফট ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে অনেক ধরনের আলোচনা হলেও এটি তাঁর একান্তই ব্যক্তিগত। নতুন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যই তিনি মাইক্রোসফট ছেড়েছেন।
খবর রটেছে, কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড বা এইচপির বড় কোনো পদে যোগ দিতে পারেন মাইক্রোসফটের সাবেক কর্মকর্তা সিনোফস্কি। তবে এ প্রসঙ্গে এইচপির কোনো কর্মকর্তা বা সিনোফস্কির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
http://allearninginformationbd.blogspot.com/

 

No comments:

Post a Comment