রাসবেরি পাইয়ের নিজস্ব অ্যাপস্টোর
স্বল্পমূল্যে
 আক্ষরিক অর্থেই হাতের মুঠোর মধ্যে একটি সিপিইউকে স্থাপন করতে সক্ষম হয়েছে
 রাসবেরি পাই। মাত্র ৩৫ ডলারে একটি সিপিইউয়ের মৌলিক কাঠামো 
প্রোগ্রামিংয়ে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। এর মধ্যেই রাসবেরি
 পাইয়ের দুইটি সংস্করণ বাজারে ছাড়া হয়েছে। রাসবেরি পাইয়ের সার্কিট বোর্ডটি
 মনিটর, কিবোর্ড আর মাউসের সাথে সংযুক্ত করে পূর্ণাঙ্গ পিসি তৈরির সুযোগ 
পেয়েছে শিক্ষার্থীরা। এবারে রাসবেরি পাই ব্যবহারকারীদের জন্য আলাদা নিজস্ব 
একটি অ্যাপস্টোর তৈরি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান রাসবেরি পাই 
ফাউন্ডেশন। ইনডিসিটি ও ভেলোসিক্স নামের দুইটি প্রতিষ্ঠানের সাথে 'পাই 
স্টোর' নামে এই অ্যাপ স্টোর (store.raspberrypi.com) যাত্রা শুরু করে। 
প্রাথমিকভাবে ২৫টি অ্যাপ্লিকেশন নিয়ে যাত্রা শুরু করে এটি। তবে যে কেউ 
চাইলেই নিজের তৈরি অ্যাপ্লিকেশন যুক্ত করতে পারবে এই পাই স্টোরে।
http://allearninginformationbd.blogspot.com/ 
No comments:
Post a Comment