Pages

Tuesday, December 18, 2012

মুঠোফোনের সুরক্ষায় এয়ারব্যাগ

ক্ষণিকের অসাবধানতায় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। যত্নে রাখা মুঠোফোন, ই-রিডারটি পড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তবে, মুঠোফোনের মতো ইলেকট্রনিক পণ্য যাতে পড়ে গিয়ে এর ডিসপ্লে বা অন্যান্য যন্ত্রাংশের কোনো ক্ষতি না হয়, সে জন্য নতুন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকেরা। নতুন এ প্রযুক্তিটির নাম ‘এয়ারব্যাগ’। খবর টেলিগ্রাফ অনলাইনের।
অনলাইনভিত্তিক পণ্য বেচাকেনার জন্য বিখ্যাত আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস মুঠোফোন সুরক্ষার নতুন প্রযুক্তিটির জন্য পেটেন্ট আবেদন করেছেন। জেফ বেজোস তাঁর পেটেন্ট আবেদনে উল্লেখ করেছেন, মুঠোফোন পড়ে গেলে এ প্রযুক্তিটি এয়ারব্যাগের মতো কাজ করবে। মুঠোফোনে ব্যবহূত মোশন সেন্সর ব্যবহার করে পড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করতে পারবে মুঠোফোন এবং প্রযুক্তিটি ব্যবহার করে এয়ারব্যাগের মতো কাজ করবে। সেন্সরের মাধ্যমে বুঝতে পারার পরপরই মুঠোফোনের কেসিং থেকে স্প্রিং বেরিয়ে এসে ক্ষতি এড়াতে মুঠোফোনের দিক পরিবর্তন করবে এয়ারব্যাগ।
জানা গেছে, প্রযুক্তিটি মুঠোফোন ছাড়াও ট্যাবলেট, ইবুক রিডারের ক্ষেত্রেও কার্যকর হবে।
http://allearninginformationbd.blogspot.com/

 

No comments:

Post a Comment