Pages

Wednesday, December 19, 2012

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 'বিতারিত' ম্যাকাফি

সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফিকে গুয়াতেমালা থেকে বিতারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সম্প্রতি তাকে বহনকারী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাষ্টের মায়ামিতে অবতরণ করে বলে সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে। এর আগে মধ্য আমেরিকান দেশ বেলিজ থেকে অবৈধভাবে তিনি গুয়াতেমালায় প্রবেশ করেছিলেন।

গুয়াতেমালা থেকে যুক্তরাষ্ট্রে বিতারণের সিদ্ধান্তে ম্যাকাফি খুশি বলে জানিয়েছেন। বেলিজের পুলিশ তাকে এক প্রতিবেশী খুনের জন্য প্রশ্ন করতে চেয়েছিল। কিন্তু তিনি ওই ঘটনার পর বেলিজ পুলিশের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়ে প্রায় একমাস ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।

৬৭ বছর বয়সি ম্যাকাফি তার এ পালিয়ে বেড়ানোর কাহিনী নিজস্ব ব্লগে তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমি জঙ্গল, নদী ও সাগরে দৌড়াদৌড়ি করে ক্লান্ত। এখন আমার কিছু বিশ্রাম দরকার। আমি জেলেও ছিলাম কিছুদিন।’

মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, কাস্টমস চেকিংয়ের পর ম্যাকাফিকে ফেডারেল কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা পরিষ্কার নয়।
http://allearninginformationbd.blogspot.com/

No comments:

Post a Comment