ই-মেইল হ্যাকিঙে ১০ বছর কারাদণ্ড!
-
ক্রিস্টোফার চেনি
হ্যাক
করে ব্যক্তিগত তথ্য চুরি ও তা প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিক ‘তারকা
হ্যাকার’খ্যাত ক্রিস্টোফার চেনি দোষী সাব্যস্ত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড
দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট আদালত। এক খবরে এ তথ্য জানিয়েছে সিনেট।
মিলা কুনিস, স্কারলেট জোহানসন, ক্রিস্টিনা আগুইলেরার মতো পঞ্চাশজনেরও বেশি তারকার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য চুরি ও সে তথ্যগুলো অনলাইনে প্রকাশের জন্য অভিযুক্ত হন চেনি। হলিউডের সেলিব্রেটিদের ই-মেইল হ্যাকিংয়ের অভিযোগে ফ্লোরিডার চলতি বছরের অক্টোবর মাসে এফবিআই চেনিকে (৩৫) গ্রেফতার করে।
এর আগে তার বিরুদ্ধে ১১ মাস ধরে চলে তদন্ত। প্রথমে নির্দোষ ঘোষিত হলেও পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য চুরি, পাসওয়ার্ড দেওয়া কম্পিউটারে অনধিকার প্রবেশসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। আত্মসমর্পণ করে চেনি তার কম্পিউটার, মুঠোফোন ও হার্ডড্রাইভ গোয়েন্দা কর্মকর্তাদের দিতে রাজি হন।
মিলা কুনিস, স্কারলেট জোহানসন, ক্রিস্টিনা আগুইলেরার মতো পঞ্চাশজনেরও বেশি তারকার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য চুরি ও সে তথ্যগুলো অনলাইনে প্রকাশের জন্য অভিযুক্ত হন চেনি। হলিউডের সেলিব্রেটিদের ই-মেইল হ্যাকিংয়ের অভিযোগে ফ্লোরিডার চলতি বছরের অক্টোবর মাসে এফবিআই চেনিকে (৩৫) গ্রেফতার করে।
এর আগে তার বিরুদ্ধে ১১ মাস ধরে চলে তদন্ত। প্রথমে নির্দোষ ঘোষিত হলেও পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য চুরি, পাসওয়ার্ড দেওয়া কম্পিউটারে অনধিকার প্রবেশসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। আত্মসমর্পণ করে চেনি তার কম্পিউটার, মুঠোফোন ও হার্ডড্রাইভ গোয়েন্দা কর্মকর্তাদের দিতে রাজি হন।
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment