৮ ডিসেম্বর এসিএম-আইসিপিসি
আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্ট এসিএম-আইসিপিসি
(অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারিজ-ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং
কনটেস্ট)-২০১২ আগামী ৮ ডিসেম্বর ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে
অনুষ্ঠিত হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এশিয়া
অঞ্চলের (ঢাকা সাইট) এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাতে সম্প্রতি
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন হয়। এতে বিস্তারিত দিক তুলে ধরেন
প্রতিযোগিতার পরিচালক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই
বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও বিজ্ঞান তথ্য-প্রযুক্তি অনুষদের ডিন
অধ্যাপক এসএম মাহবুবুল হক মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ ইমরান
হোসেন, নাদির বিন আলী, ইঞ্জিনিয়ার শারমিন আকতার, সাজ্জাদ রফিক প্রমুখ।
এবারের প্রোগ্রামিং কনটেস্টে ঢাকা অঞ্চলের মূল পর্বের আগে প্রথমবারের মতো প্রিলিমিনারি রাউন্ড গত ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ৬৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইনস্টিটিউটের ৪শ’ দল অংশগ্রহণ করে। প্রিলিমিনারি রাউন্ড থেকে কোটাভিত্তিক বিবেচনায় এবং অতীতের সাফল্য ও পারফরমেন্স মূল্যায়নে ৬৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের সর্বোচ্চ ১৫০টি দল ঢাকা অঞ্চলের এসিএম-আইসিপিসি ২০১২ এর মূল পর্বে অংশগ্রহণ করবে। এছাড়া চীন ও ভারত থেকে তিনটি দলও মূল পর্বে অংশগ্রহণ করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ীরা পাবে ওয়ার্ল্ড ফাইনালস-২০১৩ এর মূল পর্বে অংশগ্রহণের সুযোগ যা রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের স্বাগতিকতায় অনুষ্ঠিত হবে। এসিএম-আইসিপিসি ঢাকা রিজিওনাল-২০১২ এর প্রধান বিচারক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, সাউথইস্ট ইউনিভার্সিটির শাহরিয়ার মনজুর ও মুক্ত সফটওয়্যার লিমিটেডের মোহাম্মদ মাহমুদুর রহমান। আয়োজক কমিটির কমিটির কো-চেয়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম কায়কোবাদ, এসিএম কাউন্সিল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল এল হক।
এবারের প্রোগ্রামিং কনটেস্টে ঢাকা অঞ্চলের মূল পর্বের আগে প্রথমবারের মতো প্রিলিমিনারি রাউন্ড গত ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ৬৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইনস্টিটিউটের ৪শ’ দল অংশগ্রহণ করে। প্রিলিমিনারি রাউন্ড থেকে কোটাভিত্তিক বিবেচনায় এবং অতীতের সাফল্য ও পারফরমেন্স মূল্যায়নে ৬৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের সর্বোচ্চ ১৫০টি দল ঢাকা অঞ্চলের এসিএম-আইসিপিসি ২০১২ এর মূল পর্বে অংশগ্রহণ করবে। এছাড়া চীন ও ভারত থেকে তিনটি দলও মূল পর্বে অংশগ্রহণ করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ীরা পাবে ওয়ার্ল্ড ফাইনালস-২০১৩ এর মূল পর্বে অংশগ্রহণের সুযোগ যা রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের স্বাগতিকতায় অনুষ্ঠিত হবে। এসিএম-আইসিপিসি ঢাকা রিজিওনাল-২০১২ এর প্রধান বিচারক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, সাউথইস্ট ইউনিভার্সিটির শাহরিয়ার মনজুর ও মুক্ত সফটওয়্যার লিমিটেডের মোহাম্মদ মাহমুদুর রহমান। আয়োজক কমিটির কমিটির কো-চেয়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম কায়কোবাদ, এসিএম কাউন্সিল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল এল হক।
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment