৬ ডিসেম্বর শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড
‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু
হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২ যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই ডিজিটাল ওয়ার্ল্ডের
আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ‘সমৃদ্ধির জন্য জ্ঞান প্রতিপাদ্য’
নিয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম
যৌথভাবে আয়োজন করছে এটি। এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে গত রোববার
বিসিসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি, আইসিটি
সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী
পরিচালক ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২ সচিবালয়ের
সিনিয়র পরামর্শক মুনির হাসান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ আয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং তরুণ, শিক্ষার্থী ও আইসিটি প্রফেশনালদের জন্য সেমিনার, সম্মেলন ও কর্মশালার ব্যবস্থা থাকছে। অন্যান্য আয়োজনের মধ্যে উদ্যোক্তা সম্মেলন, সার্টিফিকেশন কোর্স, উদ্যোক্তা মেলা, তথ্য-প্রযুক্তিনির্ভর নতুন পণ্য বা সেবা চালুর ঘোষণা প্রভৃতিও থাকবে। প্রথমদিন থাকবে দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘ডিজিটাল এন্টারপ্রেনার কনফারেন্স’। এক হাজারেরও বেশি উদ্যোক্তার অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশা করছেন। ৭ ডিসেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো ক্লাউড ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্লাউড কম্পিউটিংয়ের নানা দিক নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় আলোচনা করা হবে। একই দিন অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং সম্মেলন। এতে যোগ দেবেন আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সিং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও প্রধানরা। এছাড়াও থাকবে টেক ব্যাক দ্য টেক, মিট দ্য লিডারস, চিলড্রেন্স ডিজিটাল ওয়ার্ল্ড সমাবেশ প্রভৃতি। তিন দিনব্যাপী প্রদর্শনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা প্রকল্প প্রদর্শন করবে। মেলায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রকল্প, রোবট ও দেশীয় গেমস প্রদর্শিত হবে ডিজিটাল ওয়ার্ল্ডের এক্সপেরিয়েন্স জোনে। এখানে থাকছে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ইন্টারনেট সেন্টার ও হাইটেক এক্সপেরিয়েন্স সেন্টার, যেখান থেকে দর্শনার্থীরা হাইস্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ আয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং তরুণ, শিক্ষার্থী ও আইসিটি প্রফেশনালদের জন্য সেমিনার, সম্মেলন ও কর্মশালার ব্যবস্থা থাকছে। অন্যান্য আয়োজনের মধ্যে উদ্যোক্তা সম্মেলন, সার্টিফিকেশন কোর্স, উদ্যোক্তা মেলা, তথ্য-প্রযুক্তিনির্ভর নতুন পণ্য বা সেবা চালুর ঘোষণা প্রভৃতিও থাকবে। প্রথমদিন থাকবে দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘ডিজিটাল এন্টারপ্রেনার কনফারেন্স’। এক হাজারেরও বেশি উদ্যোক্তার অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশা করছেন। ৭ ডিসেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো ক্লাউড ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্লাউড কম্পিউটিংয়ের নানা দিক নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় আলোচনা করা হবে। একই দিন অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং সম্মেলন। এতে যোগ দেবেন আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সিং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও প্রধানরা। এছাড়াও থাকবে টেক ব্যাক দ্য টেক, মিট দ্য লিডারস, চিলড্রেন্স ডিজিটাল ওয়ার্ল্ড সমাবেশ প্রভৃতি। তিন দিনব্যাপী প্রদর্শনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা প্রকল্প প্রদর্শন করবে। মেলায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রকল্প, রোবট ও দেশীয় গেমস প্রদর্শিত হবে ডিজিটাল ওয়ার্ল্ডের এক্সপেরিয়েন্স জোনে। এখানে থাকছে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ইন্টারনেট সেন্টার ও হাইটেক এক্সপেরিয়েন্স সেন্টার, যেখান থেকে দর্শনার্থীরা হাইস্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
http://allearninginformationbd.blogspot.com/
No comments:
Post a Comment